অধ্যক্ষের বাণী

মোঃ আব্দুল খালেক

ব্রহ্মপুত্র নদের তীর গেসে একটি আলোকিত জনপথ গফরগাঁও উপজেলার পৌরসভাধীন সুন্দর, মনোরম, সিগ্ধ, শান্ত, পরিবেশে ১৯৭২ সালে প্রায় ৪ (চার) একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় এ অঞ্চলের নারীদের উচ্চ শিক্ষার একমাত্র বিদ্যাপিঠ গফরগাঁও মহিলা কলেজ। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পর স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে মেদের উচ্চ শিক্ষার বিস্তার ঘটানোর জন্য নিরলসভাবে শিক্ষাদান করে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। "যে দেশে নারী সমাজ যত শিক্ষিত সে দেশ তত উন্নত" এই মন্ত্রকে সামনে রেখে বর্তমান সরকারের ভিশন - ২০২১ রপকল্প বাস্তবায়নের জন্য সময়ের ব্যাপক ব্যবধান এবং তথ্যের অবাধ প্রবাহ ও তথ্যের ব্যাপক সম্প্রাসরনের ফলে উন্নত বিশ্বের শিক্ষাকে তাল মিলিয়ে চালাতে ডিজিটাল সিস্টেমে নিয়ে আসছে, যা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। যার ধারাবাহিকতা গফরগাঁও মহিলা কলেজও সম্পৃক্ত । সুদক্ষ পরিচালনা পরিষদ,অভিভাবক মন্ডলী,এলাকাবাসী এবং নিষ্ঠাবান,দায়িত্বশীল,আন্তরিক সুদক্ষ এক ঝাক শিক্ষক মন্ডলী ও কর্মকর্তা কর্মচারীর নিবির পরিচর্যায় প্রতিষ্ঠানটি প্রতিবছর এইচ.এস.সি ও স্নাতক(পাস) কোর্স পর্যায়ে A+ ও প্রথম শ্রেণীসহ ভাল ফলাফল অর্জন করে দেশ,সমাজ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সুকুমার মনোবৃত্তির বহি প্রকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক, কর্মকান্ড, স্কাউটিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়ে আসছে। আমাদের রয়েছে একটি সমৃদ্ধ আধুনিক লাইব্রেরী, পুর্নাঙ্গ কম্পিউটার ল্যাব, রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর ক্লাশ রুমের ব্যবস্থা, বিশাল খেলার মাঠ যার মাধ্যমে শিক্ষক-ছাত্রীবৃন্দ মুক্তবুদ্ধির বিকাশসহ আধুনিক বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে উঠছে । আমার স্বপ্ন এই প্রতিষ্ঠানটিকে ময়মনসিংহ অঞ্চলের অন্যতম আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা। মহান আল্লাহ আমাদের সবার স্বপ্ন ও আকাঙ্খা পুর্ণ করুন। সকলকে নিরন্তর শুভেচ্ছা ।


সর্বশেষ নোটিশ

Gafargaon Mohila College © 2015 Soroborno Theme
Web Design BangladeshBangladesh Online Market